রাজশাহী শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


রামেক করোনা ওয়ার্ডে আরও ৩ জনের মৃত্যু


প্রকাশিত:
২৬ মে ২০২১ ১৯:৪৮

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২০:৫৩

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন করোনা আক্রান্ত রোগির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, এদের মধ্যে একজন ১৬ নম্বর ওয়ার্ডে যান। আর ২২ ও ২৯ নম্বর ওয়ার্ডে আরো একজন করে মারা গেছেন। করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আর অপরজন রাজশাহীর।

ডা. সাইফুল জানান, হাসপাতালের আইসিইউসহ করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ১৬২ জন রোগি। এদের মধ্যে আইউসিইউতে ভর্তি রয়েছেন ১৪ জন। বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ জন করোনা আক্রান্ত রোগি। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন ও রাজশাহী ১০ জন। বাকি পাঁচজন নওগাঁ ও নাটোরের। 

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top