রাজশাহী সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


রামেক করোনা ওয়ার্ডে আরও ২ জনের মৃত্যু


প্রকাশিত:
২৩ মে ২০২১ ০২:০৬

আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ০৯:১৫

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ঈদের পর থেকে প্রতিদিন বাড়ছে আক্রান্ত রোগী। একই সাথে বেড়েছে করোনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা।

এছাড়াও গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে তারা মারা যান। এদের দুই জনই করোনা পজেটিভ ছিলেন। তারা আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, বর্তমানে করোনা ওয়ার্ডে ১৪৭ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকিদের করোনা উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়াও করোনা আক্রান্তদের মধ্যে আইউসিইউতে রয়েছেন ১৪ জন।

তিনি আরো জানান, গত কয়েক দিনের চেয়ে আজ করোনা শনাক্ত ও উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বেড়েছে। অন্যদিকে আইসিইউতে রোগীর সংখ্যা বেশি।

 


আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top