রাজশাহী রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


কোরবানির পশু পরিবহনে চলবে ক্যাটল স্পেশাল


প্রকাশিত:
৬ জুলাই ২০২১ ২০:২৭

আপডেট:
৬ জুলাই ২০২১ ২০:২৮

ফাইল ছবি

কোরবানির পশু পরিবহনের জন্য জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে তিন দিন বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আগামী ১৭ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনা করবে তারা। জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে বেলা সাড়ে তিনটায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে পরের দিন সকাল ছয়টায়। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে।

এর পাশাপাশি খুলনা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় পশু পরিবহনের জন্য ট্রেন চলাচলের ব্যবস্থা রয়েছে। তবে ব্যবসায়ীদের আগ্রহ থাকলে এখান থেকেও স্পেশাল ট্রেন চালানো হবে।

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top