রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


চারঘাটে চার দিনে করোনা টিকা নিয়েছেন ৫৫০ জন


প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২১ ০৪:১৬

আপডেট:
২ মে ২০২৪ ১৫:১০

প্রতীকি ছবি

রাজশাহীর চারঘাটে চতুর্থ দিনের টিকাদান কর্মসূচী শেষ হয়েছে। টিকা নিতে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষকে উপস্থিত হতে দেখা গেছে।

প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিন মিলে এ পর্যন্ত চারঘাট উপজেলায় টিকা নিয়েছে ৫৫০ জন। এর মধ্যে টিকা নিতে রেজিষ্টেশন করেছেন উপজেলার ৯৬০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান।

বুধবার সকাল ১০টায় চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চতুর্থ দিনের টিকাদান কর্মসূচি শুরু হয়। সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ব্যাপক মানুষের ভিড় দেখা যায়। রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষদের উপস্থিতি ছিলো ব্যাপক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, যারা হাসপাতাল থেকে টিকা নিয়েছেন তাদের সবাই সুস্থ আছেন। কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। এ মাসে সর্বমোট ১২ দিন টিকা প্রদান করা হবে।

আরপি/ এসআই-৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top