থুতু ফেলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
                                ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় থুতু ফেলা নিয়ে রোহেল (৩০) নামে এক যুবক তার চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মোগলটুলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রোহেল ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে। এ ঘটনায় রোহেলের চাচা গেন্দু মিয়া ও চাচি মোমেনা বেগমকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রোহেলের ঘরের সামনে থুতু ফেলেন তার চাচাতো ভাই কাউসার। এর প্রতিবাদ করলে রোহেলের মা জরিনা বেগমের সাথে কাউসারের কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে সন্ধ্যায় আবারও দুই পরিবারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এ সময় রোহেলকে টেঁটা দিয়ে আঘাত করেন কাউসারের ভাই আবু বক্কর। পরে রোহেলকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানা পুলিশের পরিদর্শক কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে আটক করা হয়। মূল অভিযুক্ত কাউসার ও বক্করকে আটকের চেষ্টা চলছে।
থুতু ফেলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন শিরোনামে সংবাদের তথ্য যুগান্তর থেকে সংগ্রহ করা হয়েছে।
আরপি / এমবি-৫

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: