রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


নিখোঁজ গৃহবধূর কঙ্কাল পেল স্বজনরা


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২১ ০৩:৫৬

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৯:০৫

প্রতিকী ছবি

মুন্সিগঞ্জে নিখোঁজের ২০ দিন পর কুলসুম বেগম (৩৫) নামে এক গৃহবধূর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীনগর উপজেলার হাঁসাড়গাও এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

নিহত কুলসুম বেগম ওই গ্রামের ইকবাল শেখের স্ত্রী। কঙ্কালের পাশে থাকা সেন্ডেল, চুলের ব্যান্ড ও জামা দেখে ওই নারীর পরিচয় শনাক্ত করে তার মেয়ে অরিন আক্তার। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৯ ডিসেম্বর নিহতের স্বামী ইকবাল ৫ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় গ্রেফতার হন। এ ঘটনায় তিনি জেলহাজতে রয়েছেন।

ইকবাল জেলে যাওয়ার পর পরই কুলসুম বেগম তার বাবার বাড়ি উপজেলার রুসদী গ্রামে চলে যান। তার ছেলে অয়ন (২০) মানিকগঞ্জ থাকে। মেয়ে অরিন বোলতলী জিজে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়াশোনা করেন।

কুলসুম বেগমের স্বামীর বড় বোন হাসিনা বেগম জানান, কুলসুম বেগম কবে নিখোঁজ হয়েছেন তা সঠিক ভাবে কেউ বলতে পারছেন না। ইকবাল জেলে যাওয়ার পর থেকে কুলসুম বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি যাওয়া আসা করত। যেখানে ভালো লাগতো সেখানেই থাকতেন তিনি। সবশেষ প্রায় ২০ দিন আগে তার মেয়েকে স্কুলে ভর্তি করাতে এ বাড়িতে এসেছিলেন তিনি।

নিহত কুলসুম বেগমের ভাসুর মীর হোসেন বলেন, তার ভাতিজা অয়ন গত ২৯ জানুয়ারি মানিকগঞ্জ থেকে এলাকায় বিয়ের দাওয়াত খেতে আসে। তাকে নিয়ে এনজিওর লোকজন তার নানার বাড়িতে গিয়ে কুলসুম বেগমের খোঁজে করে। তখনও কুলসুম নিখোঁজ ছিল। অথচ ভাতিজা তার মায়ের নিখোঁজের বিষয়টি তাদের জানান নি।

কুলসুম বেগমের বাবা আলী আকবর তার মেয়ের নিখোঁজের বিষয়ে সুনির্দিষ্ট ভাবে কিছু বলতে পারছেন না। তবে দুই পরিবারের লোকজন ধারণা করেছিল কুলসুম বেগম প্রেমের টানে কারো হাত ধরে চলে গেছে। কুলসুম বেগমের নিখোঁজের বিষয়ে তার ছেলে অয়ন, মেয়ে অরিন ও বাবা আলী অকবর থানায় কোন নিখোঁজ ডায়রিও করেনি।

শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মুজাহিদ জানান, কুলসুমের পরিবারের লোকজন বলছেন তিনি প্রায় ২০ দিন আগে নিখোঁজ হন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য কঙ্কালটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা প্রকৃত রহস্য উদ্ধারে কাজ করছে পুলিশ। 

আরপি / এমবি-৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top