রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


বাঁশঝাড়ে পুলিশের অভিযান!


প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২১ ০৩:০৮

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৫৯

ছবি: সংগৃহীত

সিলেটের শহরতলীর শাহপুর শুকপাড়ার একটি বাঁশঝাড়ে অভিযান চালিয়ে পুলিশ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ জুয়া খেলার সরঞ্জামসহ নগদ সাত হাজার ৫ টাকা জব্দ করে। এ ঘটনায় জুয়াড়িদের বিরুদ্ধে এসআই আসাদুজ্জামন বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করেন।

রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন- জালালাবাদ থানাধীন শাহপুর গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে তুরু মিয়া (৫০), ইসকন্দর আলীর ছেলে রাজা মিয়া (৩৩), মৃত মোসলিম উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৪৪), ওয়াসিদ উল্লাহ ছেলে আব্দুল কাদির (৩৮) ও মৃত বাবুল মিয়ার ছেলে রাশেদ মিয়া (২৪)।

বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান। তিনি জানান, বাঁশঝাড়ের মধ্যে প্লাস্টিকের বস্তার বিছানা করে জুয়াড়িরা জুয়া খেলছে- এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জুয়া আইনে থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

আরপি / এমবি-১৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top