স্বতন্ত্র প্রার্থীকে ভোট, নারীকে কান ধরে ওঠবস করালেন যুবলীগ নেতা
                                চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর নির্বাচনে মোবাইল ফোন মার্কায় ভোট দেওয়ায় এক মধ্যবয়সী নারীকে (৪৫) কান ধরে ওঠবস করানোর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক যুবলীগ নেতা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। 
শনিবার দুপুর পৌনে ১২টার দিকে দর্শনা কাস্টমস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ভুক্তভোগী ওই পরিবারের বৃদ্ধ পিতা-মাতাসহ সবাই মনোকষ্টে রয়েছেন। 
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে দর্শনা পৌর নির্বাচনে ভোট প্রদান করতে কাস্টমস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যান কাস্টমস সমনেরপাড়ার ওই মধ্যবয়সী নারী ও তার পরিবারের সদস্যরা। তারা স্বতন্ত্র প্রার্থীর মোবাইল ফোন মার্কায় ভোট প্রদান করে বের হলে স্থানীয় দুইজন যুবলীগ নেতা তাদের দাঁড় করায়। স্বতন্ত্র প্রার্থীর মোবাইল মার্কায় ভোট দেওয়ায় মধ্যবয়সী ওই নারীকে তার পরিবার ও বেশকিছু ভোটারের সামনে কান ধরে ওঠবস করায় যুবলীগ নেতা। 
এ ঘটনায় দর্শনা কাস্টমস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লা-আল-মামুন মোবাইলে বলেন, দুপুরে ভোট কেন্দ্রে কোনো যুবলীগ নেতাকে ঢুকতে দেয়া হয়নি। দুইজন যুবলীগ নেতা এলে ম্যাজিস্ট্রেট দিয়ে বের করে দিয়েছি। কাউকে ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। কান ধরে ওঠবসের ঘটনা আমার চোখে পড়েনি।
আরপি / এমবি-১৫

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: