রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্কুল শিক্ষকের


প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২১ ১৭:১০

আপডেট:
৩১ জানুয়ারী ২০২১ ১৭:১১

প্রতিকী ছবি

চাঁদপুরে শাহরাস্তিতে যাত্রীবাহী পদ্মা এক্সপ্রেস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। গতকাল শনিবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার আলীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ছিমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত আনোয়ার হোসেনের পুত্র মোঃ আহসান হাবীব ফরিদ ঘটনার সময় বাড়ি হতে মোটরসাইকেল যোগে স্থানীয় ওয়ারুক বাজার যাচ্ছিলেন।

এসময় চাঁদপুর থেকে ঢাকাগামী একটি বাস পেছন হতে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, দুর্ঘটনার পর ওই বাসের চালক পলাতক রয়েছে। পুলিশ বাসটি জব্দ করেছে।

 

আরপি / এমবি-৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top