রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


ছাগল তাড়িয়ে দেয়ায় দোকানির পা ভেঙে দিল চেয়ারম্যানের ভাই


প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২১ ০১:২৯

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৯:১৪

ছবি: সংগৃহীত

ছাগল তাড়িয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে মারধর করে দোকানির পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে ভোলার চরফ্যাশনে ইউপি চেয়ারম্যানের ভাই ও ভাতিজার বিরুদ্ধে। এতে মুদি দোকানিসহ দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।শুক্রবার রাতে চরফ্যাশন উপজেলার নজরুলনগর ইউনিয়নের দুর্গম চর নলুয়া স্লুইস গেট বাজার এলাকায় মারধরের এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার নজরুলনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা ইব্রাহীম হাওলাদার (৫০) ও তার ছেলে সাইফুল হাওলাদার (২৩) স্লুইস গেট বাজারে তাদের হাওলাদার স্টোর নামের মুদি দোকান আছে। সন্ধ্যায় বেচাকেনার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের ভাই রিয়াদ, মাকসুদ ভাতিজা ইমনসহ আরও ৫-৬ জন মিলে দোকানি ইব্রাহিম ও তার ছেলে সাইফুল হাওলাদারকে হকিস্টিক, লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে গুরুতর জখম করেছে।

আহত ইব্রাহীম হাওলাদার অভিযোগ করে বলেন, রুহুল চেয়ারম্যানের দুই ভাই এবং ভাতিজা প্রায় ৫০ থেকে ৬০টি ছাগল পালন করে। এসব ছাগল বাজারে ও রাস্তাঘাটে ছেড়ে দিয়ে পালন করায় স্লুইস গেট বাজারে মানুষের দোকানপাট ও বাসা বাড়িতে গিয়ে গাছ-গাছালিসহ মুদি দোকান ও কাঁচাবাজারের দোকানে গিয়ে খাবার খেয়ে স্থানীয় জনসাধারণের ক্ষতি করে।

চেয়ারম্যানের প্রভাবে তার ভাই ও ভাতিজারা দুর্গম ওই এলাকায় একাধিক অপকর্মসহ ত্রাস সৃষ্টি করার অভিযোগ করেন স্থানীয় একাধিক এলাকাবাসী।তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার তার ভাই ও ভাতিজা কর্তৃক মারধরের ঘটনা স্বীকার করে বলেন, উভয়পক্ষই মারামারির সঙ্গে সম্পৃক্ত কিন্তু একপক্ষ মার বেশি খেয়েছে।

আহতদের দেখতে আমার ভাই ও ভাতিজা হাসপাতালে গিয়েছে। তাদের ডেকেছি তারা যদি আসে তাহলে স্থানীয়ভাবে বিষয়টির সুষ্ঠু সালিশ ফয়সালা করে দেয়া হবে। দক্ষিণ আইচা থানার ওসি হারুন অর রশিদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

আরপি / এমবি-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top