রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


ভূমিহীন ও গৃহহীন ৪৬ পরিবার পেল বাড়ির দলিল


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২১ ১৮:৫৯

আপডেট:
২৩ জানুয়ারী ২০২১ ১৯:০২

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রথম ধাপে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্মিত ৪৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে বাড়ির দলিল হস্তান্তর করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএফএএম শাহজাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদুর ইসলাম এসব দলিল হস্তান্তর করেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদুর ইসলাম জানান, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বরাদ্দকৃত ১০২টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করে তা গৃহহীনদের মধ্যে হস্তান্তর করা হবে।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন, ফারুক পাঠান, শহীদ উদ্দিন আহম্মেদ, বাবুল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায় ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

 

আরপি/টিএস-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top