নৌকার প্রচারে গিয়ে যুবক খুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রচারে গিয়ে ছুরিকাঘাতে মাজারুল ইসলাম তুর্জয় (২০) হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি রবিউল ইসলাম রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে নিহত তুর্জয়ের বাবা মানিক বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলাটি করেছেন, যার মামলা নম্বর-৩১, তারিখ: ২০-০১-২০২১।
রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি রবিউল ইসলাম রায়হানকে গ্রেফতার করে ডিবির কার্যালয়ে নিয়ে যায়।
এর আগে সন্ধ্যায় চৌমুহনী পৌরসভার নাজিরপুরে নির্বাচনী প্রচারকাজ চালাতে গেলে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন তুর্জয়। নিহত মাজারুল ইসলাম তুর্যয় উপজেলার উত্তর নাজিরপুর গ্রামের মানিকের ছেলে। এদিকে জেলা পুলিশ সুপারের নির্দেশে মামলা রেকর্ডের পর পরই মামলাটি নোয়াখালী পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান সিকদার বলেন, তদন্ত করে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, নিহত তুর্জয় একটি হত্যা মামলায় দীর্ঘদিন কারাগারে ছিল। নিহতের পরিবার মামলা করলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
নোয়াখালী নিহত তুর্জয়ের সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চৌমুহনী পৌরসভার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেয়র আক্তার হোসেন ফয়সাল বলেন, তুর্যয় আমার একনিষ্ঠ কর্মী। তারা নৌকার ভোট ক্যাম্পিং এ গেলে সন্ত্রাসীরা নির্দয়ভাবে কুপিয়ে তাকে হত্যা করে।
আরপি/টিএস-০৫
বিষয়: নৌকার প্রচারে গিয়ে যুবক খুন
আপনার মূল্যবান মতামত দিন: