রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


গাছের পাতা ছেঁড়ায় গৃহবধূর নাক ফাটালেন শ্বশুর


প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২১ ০১:৩৭

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৬:৪৪

ছবি: সংগৃহীত

গাছের বটপাতা ছিঁড়ে ছাগলকে খেতে দেয়ায় পটুয়াখালীর দশমিনায় মোসা. সানজিদা (২৬) নামে এক গৃহবধূর নাক ফাটিয়েছেন প্রতিপক্ষ চাচা শ্বশুর, শাশুড়ি ও দেবর। সোমবার সকালে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের লঞ্চঘাটের পূর্বপাশে এ ঘটনা ঘটে। আহত ওই গৃহবধূ দশমিনা হাসপাতালে ভর্তি আছেন।

জানা যায়, উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের লঞ্চঘাটের পূর্বপাশের একটি সড়কের বটগাছের পাতা ছিঁড়ে ওই গ্রামের লিটন সরদারের স্ত্রী মোসা. সানজিদা বেগম তার ছাগলকে খেতে দেন। গাছের পাতা ছেঁড়াকে কেন্দ্র করে ওই গৃহবধূর চাচা শ্বশুর মফেজ সরদার, চাচি শ্বাশুড়ি পাহানুর বেগম ও দেবর সুমন ও রুমন এলোপাতাড়ি মারধর করেন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই গৃহবধূর শ্বশুর ফোরকান সরদারও আহত হন। এর আগেও ওই গৃহবধূকে দুইবার মারধর করে প্রতিপক্ষ। এ বিষয়ে জানতে দশমিনা থানার ওসির মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেনি।

 

 আরপি / এমবি-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top