রাজশাহী রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


খালা শাশুড়ির আপত্তিকর ছবি ফেসবুকে, জামাই গ্রেফতার


প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২১ ০৩:০০

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৪:০১

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কার্য সহকারী (প্রকল্প) নুর হুদাকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে ফুলবাড়িয়া পিআইও অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুর হুদা দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শ্রী কৃষ্ণপুর জামবাড়ি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। চাকরির সুবাদে স্ত্রীসহ তিনি ফুলবাড়িয়ায় থাকেন।

জানা যায়, নুর হুদা ফেসবুকে তার খালা শাশুড়িকে নিয়ে আপত্তিকর লেখালেখি ও ছবি পোস্ট করেন। এ ঘটনায় তার খালা শাশুড়ি গত ১৩ নভেম্বর নুর হুদাসহ তিনজনকে আসামি করে ঢাকার মোহাম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে ঢাকা দক্ষিণ কল্যাণপুর পিবিআইয়ের একটি দল ফুলবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করে। বিকেলে তাকে ঢাকায় নিয়ে যায় তারা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কার্য সহকারী নুর হুদাকে গ্রেফতারের বিষয়টি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি মোহা. আজিজুর রহমান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলার আসামি গ্রেফতারের জন্য পিবিআই থানায় আসলে তাদের সহযোগিতা করা হয়েছে।

 

আরপি / এমবি-৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top