রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


লালমনিরহাটে ১১ দোকান পুড়ে ছাই


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২০ ২২:৫০

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ১৮:৩৭

প্রতীকী ছবি

লালমনিরহাট সদর উপজেলায় আগুন লেগে ১১ দোকান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজারের হক মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

লালমনিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক সাহিদুল ইসলাম শাহিন জানান, সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বুড়িরবাজারে হক মার্কেটে স্থানীয় ডিস কন্ট্রোলরুমে প্রথমে আগুন লাগে।

এর পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটের অন্য দোকানগুলোতে। খবর পেয়ে সকাল ৭টা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে এর আগেই ওই মার্কেটের ১১ দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মার্কেটের মালিক আবদুল হক।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top