রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


নোয়াখালীতে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক


প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২০ ১৭:২৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৮:০১

ফাইল ছবি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্যকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট।

বুধবার রাতে সদর উপজেলার সোনাপুরের জিহাদ হোটেলে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে আটক করা হয়। পরে তার ভাষ্যমতে, অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের অপর এক সদস্যকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- বেগমগঞ্জ উপজেলার বানাবাড়ীয়া গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (১৮), ও সদর উপজেলার পূর্ব লক্ষীনারায়ণপুর এলাকার মৃত নুরুল মতিনের ছেলে মনিরুল আহসান মনির (২৮)।

আটককৃত, আসামিরা আনসার উল্যা বাংলা টিমের সদস্য বলে স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে সুধারাম থানার ওসি নবির হোসেন জানান।

নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বৃহস্পতিবার রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় সুধারাম মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়েছে। অ্যান্টি টেররিজম ইউনিটের এসআই মো. কামাল হোসেন মামলাটি তদন্ত করছেন। 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top