রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


দিনাজপুরে জলাবদ্ধতা নিরসনে ৯০০ ফুট দীর্ঘ খাল খনন


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২০ ০৪:০৯

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১০:৫১

 খাল খনন। ছবি: সংবাদদাতা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নে দীর্ঘ ৮ বছর ধরে জলাবদ্ধ থাকা ৩ হাজার বিঘা জমির পানি নিষ্কাশনের জন্য ৯ শ’ ফুট দৈর্ঘ্যের খাল খনন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া কমিউনিটি ক্লিনিকের পূর্বপ্রান্তে আনুষ্ঠানিকভাবে এই খনন কাজের উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম।

এসময় জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, ফুলবাড়ী উপজেলার দৌলতপুর-খয়েরবাড়ী ইউনিয়নের এ জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা ছিল। সকলের সহযোগিতায় ক্যানেল খননের কাজ শেষ করা হয়েছে। এখন ঐ ৩ হাজার বিঘা জমিতে আবারও ফসল ফলাবেন কৃষকরা। আবারও সবুজ ফসলে ভরে উঠবে জমিগুলো।

ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, ফুলবাড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ মাহামুদুল হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেলা ১১ টা থেকে শুরু হওয়া এই খনন কাজ বিকেল ৫ টায় শেষ হয়।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top