রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


কোভিড-১৯ পজিটিভ জজ দম্পতিকে হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর


প্রকাশিত:
১০ আগস্ট ২০২০ ০১:৫৩

আপডেট:
৬ মে ২০২৪ ১৭:৫৭

কোভিড-১৯ পজিটিভ জজ দম্পতিকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হচ্ছে

করোনা আক্রান্ত দিনাজপুর জেলা দায়রা জজ আজিজ আহম্মেদ ভুঁইয়া ও তার স্ত্রীর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে বিশেষ উপায়ে ঢাকায় আনা হয়েছে।

রবিবার (৯ আগস্ট) দুপুর আনুমানিক আড়াইটার দিকে তাদের বহনকারী বিমান বাহিনীর হেলিকপ্টারটি দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দান থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে।

দিনাজপুর সিভিল সার্জন সূত্র জানায়, গত ৪ আগস্টে দিনাজপুর জেলা দায়রা জজ আজিজ আহম্মেদ ভুঁইয়া ও তার স্ত্রীর করোনা টেস্ট ফলাফল পজিটিভ আসে। কিন্তু জেলা দায়রা জজের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার কথা ভেবে ঢাকায় স্থানান্তর করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা দায়রা জজ ও ম্যাজিস্ট্রেট কোর্টের বিভিন্ন ম্যাজিস্ট্রেটবৃন্দ, পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুগ্ম জেলা জজ এ এস এম তাজকিনুল, দিনাজপুরের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ম্যাজিস্ট্রেট আয়েজ উদ্দিন সরকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সরকার ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের অফিস সহকারী আসলাম সানি করোনা আক্রান্ত হয়ে নিজ বাসাতেই হোম কোয়ারেন্টাইনে আছেন। 

আরপি/ এএন-১



আপনার মূল্যবান মতামত দিন:

Top