বিরামপুরের মেয়র টুটুল করোনা আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দিনাজপুরের বিরামপুর পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল।
তাঁর কোভিড-১৯ পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মুহতারিমা নূর-ই-হাসিন সিফাত বলেন, মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল গত সোমবারে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো নমুনায় মঙ্গলবার (২৮জুলাই) সন্ধ্যায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
স্থানীয় সূত্র জানায়, তিনি করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই প্রত্যক্ষভাবে কাজ করে যাচ্ছিলেন। ব্যক্তিগত, সাংগঠনিক ও পৌর মেয়র হিসেবে তাঁর প্রধান কাজই ছিল ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া।
এর আগে গত রবিবারে (২৬জুলাই) মেয়রের স্ত্রী-সন্তানসহ পরিবারের ১৬ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হন।
আরপি/ এআর-০৩
বিষয়: করোনাভাইরাসে দিনাজপুরের
আপনার মূল্যবান মতামত দিন: