ঘোড়াঘাটে ভাতার বহি পেল বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীরা

২০১৯-২০ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দিনাজপুরের ঘোড়াঘাটে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ভাতা পরিশোধের বহি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে মোট ১ হাজার ২ শত ৮১ জনের মাঝে ভাতা পরিশোধের বহি প্রদান করা হয়।
বুধবার (২৯ জুলাই) উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়ালের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ওয়াহিদা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার শাহানশাহ।
এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদের আলী খন্দকারসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরপি/ এএন-৫
বিষয়: ২০১৯-২০ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দিনাজপুরের ঘোড়াঘাটে সুবিধাবঞ্চিত নারীদের ভাতা পরিশোধের বহি ১ হাজার ২ শত ৮১ জনের সমাজসেবা অফিসার
আপনার মূল্যবান মতামত দিন: