দিনাজপুরে অসুস্থ ছাত্রলীগ নেতার পাশে জেলা প্রশাসক
দিনাজপুরে অসুস্থ ছাত্রলীগ নেতার পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। সোমবার (২৭জুলাই) বিকেল ৩টার দিকে নিজ অফিসে ডেকে উন্নত চিকিৎসার সাহায্যস্বরুপ ৫০ হাজার টাকার অনুদান চেক তুলে দেন জেলা প্রশাসক।
এক দুর্বিষহ পরিস্থিতিতে পাশে দাঁড়িয়ে এসময় জেলা প্রশাসক তাঁর (দবিরুল) দ্রুত আরোগ্য লাভ কামনা করেন ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুর জেলা ছাত্রলীগে ১৯৯৮-২০০৪ সেশন পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন দবিরুল ইসলাম। ২০১৬ সালে স্ট্রোক করায় তাঁর জীবনে নেমে আসে কালো অধ্যায়। মুখোমুখি হতে হয় মানবেতর এক কঠিন বাস্তবতার।
স্ট্রোক করার পর থেকেই সংগ্রাম করে দিন পার করছেন এখন পর্যন্ত। একদিকে অর্থনৈতিক সংকট অন্যদিকে মহামারী অদৃশ্য করোনার উপদ্রব। অনিশ্চয়তার মধ্যে পড়েছে তাঁর উন্নত চিকিৎসা গ্রহণ করে সুস্থ হওয়ার পথ।
আরপি/আআ-১৮
আপনার মূল্যবান মতামত দিন: