নবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে রাহাত (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শাল্টি মুরাদপুর (পুটিহার) গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
শিশু রাহাত একই এলাকার মাহাবুল আলমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে নিজ বাড়ির পাশে কয়েক জন শিশুসহ গোসলে নামে শিশু রাহাত। কিন্তু পুকুরে পানি বেশি থাকার কারণে হঠাৎ সে গভীরে চলে যায়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরপি/আআ-১০
আপনার মূল্যবান মতামত দিন: