দিনাজপুরে করোনায় আ.লীগ নেতার মৃত্যু, হুইপের শোক
দিনাজপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শ্রমিক নেতা সামসুল আলম মৃত্যুবরণ করেছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার ৪নং ওয়ার্ড (সুইহারী) আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি সামসুল আলমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি ধৈর্য ধারণ করার আহ্বান জানান।
আরপি/আআ-০১
বিষয়: দিনাজপুর আ.লীগ নেতা মৃত্যু শোক
আপনার মূল্যবান মতামত দিন: