রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১


ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে মেয়র মিলন


প্রকাশিত:
২৪ জুলাই ২০২০ ০৪:২৯

আপডেট:
২৪ জুলাই ২০২০ ০৪:২৯

বন্যার্তদের পাশে মেয়র মিলন। ছবি: সংবাদদাতা

দিনাজপুরের ঘোড়াঘাটে বন্যার কবলে পড়া অর্ধশত পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন। স্থানীয় দিনাজপুর-৬ আসনের সাংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিকের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করা হয়।

ঘোড়াঘাটের এক পাশ দিয়ে প্রবাহিত করতোয়া নদীর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পৌরসভার ৪নং ওয়ার্ডের বেশ কিছু এলাকা।

সেজন্যই বৃহস্পতিবার (২৩জুলাই) দুপুরে করতোয়া নদী সংলগ্ন বালুপাড়া গ্রামে বন্যার পানিতে তলিয়ে যাওয়া ৫০টি পরিবারের কাছে নৌকায় গিয়ে এমপির পক্ষ থেকে আসা উপহার পৌঁছে দেন।

উপহারসামগ্রীর মধ্যে চাল, ডাল, তৈল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ছিল।

এসময় পৌর মেয়র বলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক আপনাদের জন্য উপহারস্বরুপ খাদ্যের বস্তা পাঠিয়েছেন। আমরা আপনাদের জন্য পার্শ্ববর্তী স্কুলে থাকার ব্যবস্থা করছি। নদীর পানি কমে না যাওয়া পর্যন্ত আপনারা সেখানে নিরাপদে থাকতে পারবেন।

ত্রাণ বিতরণকালে স্থানীয় ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহেব আলীও উপস্থিত ছিলেন।

 

আরপি/আআ-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top