রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


ঘোড়াঘাটে কুরবানির পশু কিনতে লাগবে মাস্ক


প্রকাশিত:
২০ জুলাই ২০২০ ০১:২৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১২:৩৮

ফাইল ছবি

কোভিড-১৯ এর প্রকোপে অন্যান্য বছরের চেয়ে এবারের কুরবানির ঈদ পালিত হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। সেজন্য কোরবানির পশু কিনার জন্য মাস্ক পড়া বাধ্যতামূলক করেছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ ওয়াহিদা খানম।

আজ রবিবার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ওয়াহিদা খানমের সভাপতিত্বে বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ওয়াহিদা খানম বলেন, উপজেলার প্রধান কোরবানির হাট রানীগঞ্জসহ অন্যান্য পশুর হাট লাগার আগে ও পরে জীবাণু নাশক স্প্রে, মাইকিং ও হাত ধোঁয়ার পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। প্রতিটি পশুর হাটে প্রবেশ ও বাহির পথে হাত ধোঁয়ার সাবান ও পানি, ভ্রাম্যমাণ মাস্ক বিক্রেতা ও পশু পরীক্ষার জন্য ভেটেনারী মেডিক্যাল টিমের পাশাপাশি ইজারাদারদের স্বেচ্ছাসেবক থাকবে।

বিশেষ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার শাহানশাহ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও হাট ইজারাদারগণ।

 

আরপি/আআ-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top