রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১


দিনাজপুরে ঝুঁকিপূর্ণ জেলা আওয়ামী লীগের কার্যালয়


প্রকাশিত:
২০ জুলাই ২০২০ ০০:৪১

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ১৬:২৬

আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার। ছবি: সংবাদদাতা

বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের দিনাজপুর জেলা শাখার কার্যালয়টি ঝুঁকিপূর্ণ। পার্শ্ব ছাদযুক্ত একটি ভবন ভেঙে ফেলায় কার্যালয়টি মরণ ফাঁদ হয়ে দাড়িয়েছে।

রবিবার (১৯জুলাই) দুপুরে কার্যালয়টি পরিদর্শনে আসেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার।

পরিদর্শনকালে চেয়ারম্যান বলেন, এমনিতেই দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভগ্নপ্রায় তার উপর মরার উপরে খাঁড়ার ঘা।পার্শ্ববর্তী একটা ভবন ভেঙে ফেলায় জেলা আওয়ামী লীগের কার্যালয় এখন সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। এই কার্যালয়ে আর বসে থাকার কোনো অবস্থা নেই। এই ঝুঁকিপূর্ণ অবস্থার পরিবর্তনের জন্য জেলা আওয়ামী লীগের সুদৃষ্টি কামনা করছি।

এসময় আরো উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান সরকার, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম, যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদা বেগম মুক্তাসহ স্থানীয় নেতা-কর্মীরা।

 

আরপি/আআ-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top