দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নিহত দুই, আহত তিন
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। শনিবার (১৮জুলাই) সকাল ৭টার দিকে ঘোড়াঘাট-দিনাজপুর মহাসড়কের চড়ারহাট নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- জেলার নবাবগঞ্জ উপজেলার রঞ্জয়পুর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে আব্দুর রশিদ এবং একই উপজেলার আমদই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা বেগম। তাঁরা দুজনেই অটো চার্জারের যাত্রী ছিলেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান বলেন, আজ সকালে উপজেলার চড়ারহাট এলাকায় একটি ট্রাক অটোচার্জারটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।এ ঘটনায় আরও তিন জন আহত হন।আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এছাড়াও উক্ত ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে ও চালক-হেল্পারকে আটকে অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছেন ওসি।
আরপি/আআ-১০
আপনার মূল্যবান মতামত দিন: