রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


স্বাস্থ্যবিধি মানাতে বিরামপুর ইউএনও’র অভিনব কৌশল


প্রকাশিত:
১৮ জুলাই ২০২০ ২২:৪৬

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:৩৮

জনসাধারণকে মাস্ক পরিয়ে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার

দিনাজপুরের বিরামপুরে কোভিড-১৯ এর মাত্রা দিনকে দিন খারাপের দিকেই ধাবিত হচ্ছে। এমন এক সংকটময় সময়ে এলাকার সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার নিত্য নতুন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিকের দিক নির্দেশনায় স্কাউট সদস্যদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণা চালানো হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিরামপুর পৌর এলাকার ঢাকা মোড়ে ইউএনও পরিমল কুমার সরকার রোভার স্কাউটের সদস্যদের নিয়ে অটো-রিক্সাচালক, পথচারী, ক্রেতা-বিক্রেতাসহ সর্বস্তরের মানুষের মাঝে মাস্ক পরিধানের প্রয়োজনীয়তা, সামাজিক দূরত্ব বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উদ্বুদ্ধ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ মুহসিয়া তাবাসসুম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর ইসলাম প্রমূখ। 

উল্লেখ্য, এর আগে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।

আরপি/ এএন-৩





আপনার মূল্যবান মতামত দিন:

Top