মসজিদের কমিটি গঠন নিয়ে গোলাগুলি, নিহত ২

খুলনায় মসজিদের কমিটি গঠন নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের গুলিতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
নিহতরা হলেন-নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকার বাসিন্দা নজরুল ইসলাম শেখ (৬০) ও গোলাম রসুল শেখ (৩০)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মশিয়ালী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া হামলাকারীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন খান জাহান আলী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে এ হামলা চালায় প্রতিপক্ষরা। পরে গুলিতে হতাহতের ঘটনা ঘটে।
আরপি/আআ-১৭
বিষয়: মসজিদ কমিটি গোলাগুলি অগ্নিসংযোগ খুলনা
আপনার মূল্যবান মতামত দিন: