রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


দিনাজপুরে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু


প্রকাশিত:
১৬ জুলাই ২০২০ ০০:০০

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:৪১

প্রতীকি ছবি

দিনাজপুরের চিরিরবন্দরের সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম ফজলুর রহমান করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বুধবার (১৫জুলাই) ভোর আনুমানিক ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দিনাজপুরের সিভিল সার্জন আবদুল কুদ্দুস তাঁর (ফজলুর) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ কে এম ফজলুর রহমান করোনা আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। এরপর বুধবার ভোরে মারা যান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ৩০ জুন করোনা উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় এম আব্দুর রহিম মেডিকেলে ভর্তি হন ফজলুর। এরপর নমুনা সংগ্রহ করা হলে ২ জুলাই প্রকাশিত ফলাফলে তাঁর কোভিড-১৯ পজিটিভ আসে। তখন থেকেই তিনি এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

এ বিষয়ে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজমল হক বলেন, উপজেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৭৮ জন; সুস্থতা লাভ করেছেন ৬০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন। 

আরপি/ এএন-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top