রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


দিনাজপুরে বন্যা পরিস্থিতির অবনতি, প্রধান তিন নদীর পানি বিপদসীমায়


প্রকাশিত:
১৫ জুলাই ২০২০ ০৫:১০

আপডেট:
২ মে ২০২৪ ১৭:১১

দিনাজপুরে বন্যা পরিস্থিতির অবনতি

আবারও বন্যার কবলে পড়তে যাচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু জেলা দিনাজপুর। জেলার বিভিন্ন অঞ্চল দিয়ে অতিবাহিত পুনর্ভবা, আত্রাই ও ইছামতীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের পানিতে বন্যার আশংকা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

এরই মধ্যে শহরের নতুন পাড়া ও মাঝাডাঙ্গা এলাকার কয়েকটি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে বিঘার পর বিঘা ফসলি জমি। এছাড়াও নিম্নাঞ্চলগুলোতে আমন ধানের বীজতলা পানিতে ডুবে যাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, দিনাজপুর শহরকে বেষ্টনকারী পুনর্ভবা নদীর পানির স্তর ৩১.২১ মিটারে (বিপদসীমা ৩৩.৫০), আত্রাই নদীর পানির স্তর ৩৯.২২ মিটারে ( বিপদসীমা ৩৯.৬৫) ও ইছামতী নদীর পানির স্তর ২৮.৫১ মিটারে (বিপদসীমা ২৯.৯৫) অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় জেলার অন্যান্য ছোট নদীগুলোরও পানি বেড়েছে।

এ বিষয়ে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের পানি সার্ভেয়ার মাহাবুব আলম গণমাধ্যমকে জানান, জেলার প্রধান তিনটি নদীর পানি বিপদসীমার খুবই কাছাকাছি অবস্থান করছে। এভাবে পানি বাড়া অব্যাহত থাকলে কয়েকদিনের মধ্যেই নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করবে।

উল্লেখ্য, এর আগে গত ২০১৭ সালে সমগ্র দিনাজপুর জেলা বন্যার কবলে পড়ে। কারণ হিসেবে ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা ও খাল ভরাটকেই দায়ী করেছিল কর্তৃপক্ষ। এরপর ৩ বছর পার হলেও চোখে পড়ার মতো কার্যকরী কোনো উদ্দ্যোগ নেওয়া হয় নি।

এলাকাবাসী নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর সুদৃষ্টি কামনা করে বলেন, আমরা আশা করি অতিদ্রুত নৌ-প্রতিমন্ত্রী মহোদয় বন্যার হাত থেকে দিনাজপুরকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। 

আরপি/ এএন-৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top