দিনাজপুরে শেখ রাসেল জাতীয় উদ্যানের উন্নয়ন কাজের উদ্বোধন

দিনাজপুরের নবাবগঞ্জে অবস্থিত শেখ রাসেল উদ্যানের অন্যতম দর্শনীয় স্থান আশুরার বিল সংরক্ষণ ও অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই উন্নয়ন কাজের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সাংসদ শিবলী সাদিক। প্রকল্পের ব্যয় ৪৭ লাখ ৫১ হাজার ৫২০ টাকা ধরা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরপি/ এএন-১
বিষয়: দিনাজপুরের নবাবগঞ্জে অবস্থিত শেখ রাসেল উদ্যানের দর্শনীয় স্থান আশুরার বিল সংরক্ষণ অবকাঠামো উন্নয়ন
আপনার মূল্যবান মতামত দিন: