ঘোড়াঘাটে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে অনুদানের চেক বিতরণ

দিনাজপুরের ঘোড়াঘাটে মহামারী করোনার প্রকোপে ক্ষতিগ্রস্ত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের বিশেষ অনুদান খাত থেকে প্রাপ্ত বরাদ্দ প্রদান করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুদান তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার শাহানশাহ।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ওয়াহিদা খানমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেনসহ উপজেলার অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, উপজেলার ১৭টি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪২ জন শিক্ষক ও কর্মচারীর মাঝে প্রতি জন শিক্ষককে ৫ হাজার করে ও প্রতি জন কর্মচারীকে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৬ লক্ষ ১২ হাজার ৫০০ টাকার প্রনোদনা চেক প্রদান করা হয়।
আরপি/ এএন-৫
বিষয়: দিনাজপুরের ঘোড়াঘাটে মহামারী করোনার প্রকোপে ক্ষতিগ্রস্ত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুদানের চেক বিতরণ
আপনার মূল্যবান মতামত দিন: