রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১


দিনাজপুরে করোনা সেবায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
৬ জুলাই ২০২০ ০৩:৫৮

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ১৬:১১

স্বাস্থ্যবিধি অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে কোভিড-১৯ প্রতিরোধে সর্বসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
 
আজ (৫জুলাই) সকালে দিনাজপুর সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সহযোগীতায়
এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। 
 
জানা যায়, কোভিড-১৯ পজিটিভ আসা রোগীদের সেবা প্রদানের পাশাপাশি জনসাধারণের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন দিনাজপুর এ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা।
 
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ শিবেস সরকার, উপাধ্যক্ষ ডাঃ নাদির হোসেন, সাবেক অধ্যক্ষ ডাঃ কান্তা রায় রিমিসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
 
আয়োজিত সভায় বক্তারা বলেন, সারাবিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশও আশংকামুক্ত নয়। যেহেতু এখন পর্যন্ত এ রোগের প্রতিষেধক ও পরীক্ষীত কোনো চিকিৎসা আবিষ্কার হয় নি, সেহেতু উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনেই নিজের জীবনকে গতিশীল রাখতে হবে। কোনো রকম উপসর্গ দেখা গেলে অনতিবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
 
এছাড়াও দ্রুত সময়ের মধ্যে দিনাজপুরে করোনা রোগী শনাক্তকরণ পিসিআর মেশিন স্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হুইপ ইকবালুর রহিম এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। 
 
উল্লেখ্য কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত সর্বসাধারণের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
 
 
আরপি/এমএএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

Top