ঘোড়াঘাট থানার ওসির করোনা পজিটিভ

দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১ জুলাই দিনাজপুর আব্দুর রহিম মেডিকেলে প্রকাশিত ফলাফলে তার করোনা পজিটিভ আসে।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর নেওয়াজ আহমেদ ওসি আমিরুলের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি (ওসি) শারীরিকভাবে সুস্থ আছেন ও থানা আইসোলেশনে কোয়ারেন্টাইনে আছেন।
সিভিল সার্জন সূত্র জানায়, বুধবারে আসা ফলাফলে জেলায় নতুন করে ২৫ জনসহ ৬৩৮ জনের মাঝে কোভিড-১৯ শনাক্ত হয়।
উল্লেখ্য, ঘোড়াঘাট উপজেলায় গতকাল ১ জনসহ ৪৩ জন শনাক্ত হয়েছে। তন্মধ্যে ৩২ জন সুস্থ ও ১জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। বাকিরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।
আরপি/ এএন-৩
আপনার মূল্যবান মতামত দিন: