রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


নবীগঞ্জে দুই পরিবারকে একঘরে করার অভিযোগ


প্রকাশিত:
২ জুলাই ২০২০ ১৩:১৫

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৬:৫৪

ছবি: নবীগঞ্জে একঘরে করার অভিযোগে সংবাদ সম্মেলন

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় দুটি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ পাওয়া গেছে।উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা গ্রামের মৃত আবদুল হেকিমের পুত্র মো. আবদুল আউয়াল বুধবার দুপুরে নবীগঞ্জ প্রেসক্লাবে  এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।

পূর্ব শক্রতার জের ধরে এবং ভূমি জবর দখলে বাধা প্রদান করায় তাদেরকে প্রভাবশালী মহল একঘরে করে রেখেছে বলে তিনি সংবাদ সম্মেলনে জানান।

আবদুল আউয়াল বলেন, ওই গ্রামের মৃত আকবর উল্লাহর পুত্র খালিছ মিয়া ও তার ভাতিজা আবু সালেহ জীবন এবং তাদের লোকজন ওই দুটি পরিবারের সদস্যদেরকে একঘরে করে রাখার পাশাপাশি নানাভাবে হুমকি ধামকি প্রদর্শন, চাঁদা দাবি এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানী করছে। একঘরে করে রাখায় আমিসহ দুটি পরিবারের লোকজন কোথায়ও যেতে পারছেন না এমনকি সরকারি রাস্তাও তারা ব্যবহার করতে পারছেন না। ফলে তারা সামাজিক ও মানসিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এ ব্যাপারে গত ২৮ জুন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় এমপি, জেলা প্রশাসক ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন, এ ব্যাপারে যথাসম্ভব আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

আরপি/আআ-০১

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top