রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


করোনা আক্রান্ত চাঁদপুরের এসপি


প্রকাশিত:
৩০ জুন ২০২০ ২২:০৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৪:১৩

ছবি: চাঁদপুরের পুলিশ সুপার  মো. মাহবুবুর রহমান

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত দু’দিন আগে এসপি মাহবুবুর রহমান করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেন। সোমবার দিনগত রাতে ফলাফল জানানো হয় তার করোনা পজিটিভ। মঙ্গলবার তিনি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসার জন্য রওনা হয়েছেন এবং সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

গত মার্চ থেকে করোনা পরিস্থিতিতে জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা করোনা সংক্রমণ রোধে ত্রাণ সামগ্রী বিতরণ ও সচেতনতামূলক কাজে সক্রিয় ছিলেন।

মো. মাহবুবুর রহমান ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে যোগ দেন। এর আগে তিনি ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

 

আরপি/আআ-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top