গাঁজার গাছসহ যুবক আটক

ফরিদপুরের সালথায় গাঁজার গাছসহ নাসির মাতুব্বার (২২) নামে যুবককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার রাতে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
সালথা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে এসআই মোস্তফা কামাল ও এএসআই মিলন হোসেনসহ পুলিশ টিম মঙ্গলবার রাতে গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে আওয়াল মাতুব্বারের ছেলে নাসির মাতুব্বারকে আটক করে।
এসময় আটককৃত মাদক ব্যবসায়ীর বসতঘরের দক্ষিণপাশ থেকে বড় একটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ।সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, গাঁজার গাছসহ আটককৃত নাসির মাতুব্বারের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য গাঁজা গাছ বিক্রয়ের উদ্দেশ্যে রোপণ ও পরিচর্যা করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। বুধবার ধৃত আসামিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরপি /এমবি-৮
বিষয়: গাঁজার গাছসহ যবক আটক
আপনার মূল্যবান মতামত দিন: