রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


এবার করোনা আক্রান্ত আসমা কামরান!


প্রকাশিত:
১৭ জুন ২০২০ ১৩:৩০

আপডেট:
১৭ জুন ২০২০ ২৩:০৬

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদ্য প্রয়াত সাবেক সিসিক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানের রিপোর্টে আবারও করোনা পজিটিভ এসেছে।

মঙ্গলবার রাতে তার দ্বিতীয় দফায় করা নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে নিশ্চিত করেছে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সূত্র।

গত ১৫ জুন দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন আসমা কামরান।

গত ২৭ মে করোনা রিপোর্ট পজিটিভ আসে আসমা কামরানের। এরপর ৫ জুন তার স্বামী সাবেক সিসিক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান করোনায় আক্রান্ত হন।

এরই মধ্যে চিকিৎসায় আসমা কামরান কিছুটা সুস্থ হয়ে ওঠেন। কিন্তু গত সোমবার রাত পৌনে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বদরউদ্দিন কামরান।

বর্তমানে মহিলা আওয়ামী লীগের নেত্রী আসমা কামরান নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

 

আরপি/এমএএইচ-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top