রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


করোনায় সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালকের মৃত্যু


প্রকাশিত:
১৬ জুন ২০২০ ১৮:৩৯

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ২২:৫৪

অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (১৬ জুন) ভোর সাড়ে ৫ টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রিন্সিপাল হিসাবেও কর্মরত ছিলেন।

সূত্রে জানা যায়, প্রায় ৩ সপ্তাহ আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। সবশেষে করোনার সাথে যুদ্ধ করে আজ ভোরে ইন্তেকাল করেন। অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমানকে দাফনের জন্য সাতক্ষীরায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই জানাজা শেষে পারিবাড়ির কবর স্থানে তাকে দাফন করা হবে।

 

আরপি/এমএএইচ-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top