লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নাটোর লালপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম রমেজ আলী (৬২)। রোববার রাত ৯টার দিকে উপজেলার বেরিলাবাড়ী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমেজ আলী উপজেলার আট্টিকা গ্রামের তছির উদ্দিনের ছেলে।
লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, ব্যবসায়ী রমেজ আলী রাতে বেরিলাবাড়ী ব্রিজের কাছে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল রমেজ আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পথে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরপি/এমএএইচ-০৪
বিষয়: লালপুর সড়ক দুর্ঘটনা নিহত-১
আপনার মূল্যবান মতামত দিন: