রাজশাহী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


কর্মহীন ৫০ পরিবারকে মোহনপুর ট্রাফিকের খাদ্যসামগ্রী বিতরণ


প্রকাশিত:
৭ মে ২০২০ ২২:১৬

আপডেট:
৭ মে ২০২০ ২২:১৭

মোহনপুর ট্রাফিকের খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহী জেলা ট্রাফিকের মোহনপুর সড়ক ও যানবাহন শাখার পক্ষ হতে অসহায় দরিদ্র কর্মহীন ৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত বুধবার (৬মে )ইফতার শেষে ‘ মানুষ মানুষের জন্য ’ মানবিক কর্মসূচীর আওতায় রাজশাহী জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে জেলা ট্রাফিকের মোহনপুর সড়ক ও যানবাহন শাখা টিআই (প্রশাসন) মোস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে টিআই নজরুল ইসলাম, মোহনপুর ট্রাফিক সার্জেন্ট আতিকুর রহমান, সার্জেন্ট মামুন অর রশিদ, টিএসআই আবুল কালাম আজাদ, এটিএসআই সুজাউর রহমান, সুজন, হামিদুর রহমান, আফজাল হোসেনের সহযোগিতায় কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণ ও প্রতিরোধে ঘরে অবরুদ্ধ থাকা ৫০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ, সঙ্গীয় অফিসার ফোর্স।

বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্য ছিল ৫ কেজি চাল, ৫ কেজি আটা, ১ কেজি আলু এবং ১ কেজি সবজি ।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top