রাজশাহী রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৫শে ভাদ্র ১৪৩১


গোসাইরহাটে করোনা আক্রান্ত শুনে নিরুদ্দেশ রোগী


প্রকাশিত:
৫ মে ২০২০ ১৭:১৪

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০১

প্রতীকী ছবি

শরীয়তপুরে গোসাইরহাট উপজেলায় করোনা আক্রান্ত শোনার পর নিরুদ্দেশ হয়েছেন এক ব্যক্তি । তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

সোমবার রাতে জেলার করোনাবিষয়ক ফোকাল পারসন সমন্বয়ক ডা. আবদুর রশীদ নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিটি পজিটিভ রিপোর্ট পাওয়ার পর আমরা আক্রান্তদের সঙ্গে যোগাযোগ করি এবং পরবর্তী করণীয় সম্পর্কে অবহিত করি। নারায়ণগঞ্জ থেকে আসা আলাওলপুরের এক ব্যক্তির কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। কিন্তু তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

তিনি নারায়ণগঞ্জ ফিরে গেছেন বলে একটি তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

 

জেলা স্বাস্থ্য প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো রিপোর্টে শরীয়তপুর জেলায় নতুন করে ৪ ব্যক্তির কোভিড-১৯ পজিটিভের খবর আসে। এদের মধ্যে গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের ১ ব্যক্তি ছিলেন।

সম্প্রতি তিনি গোপনে নারায়ণগঞ্জ থেকে আলাওলপুর নিজ বাড়িতে ফেরেন। স্থানীয়ভাবে সংবাদ পাওয়ার পর জেলা স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে গত ১ মে তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়।

পরে সোমবার তার নমুনা পরীক্ষার রিপোর্ট জেলা স্বাস্থ্য প্রশাসনের হাতে এসে পৌঁছায়। তিনি করোনা আক্রান্ত হওয়ায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

এর পর তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও তার বিষয়ে কিছু জানাতে পারেননি। ৩ দিন আগে তিনি বাড়ি থেকে পালিয়েছেন বলে জানায় তার পরিবার।

গোসাইরহাট থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, করোনা পজিটিভ জানার পর আমরা তার বাড়িতে গিয়ে তাকে পাইনি।

পরিবারের সদস্যরা জানান, তিনি ৩ দিন ধরে বাড়িতে নেই। আমরা এখন বিভিন্ন মাধ্যমে তার অবস্থান চিহ্নিত করার চেষ্টা করছি।

 

আর পি/ এম আই

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top