রাজশাহী শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


বেওয়ারিশ কুকুরকে খাওয়ালেন ‘সুন্দর সমাজ বিনির্মানে আমরা"


প্রকাশিত:
২১ এপ্রিল ২০২০ ০৩:৩৭

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২৩:১৩

 

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জনজীবন স্থবির। অঘোষিত লকডাউনে থাকায় রাজশাহী মহানগরীর সব হোটেল-রেঁস্তেরাও বন্ধ। ফলে খাদ্য সংকটে অবলা প্রাণীগুলো। তবে পোষ্য প্রাণীদের মধ্যে নগরীতে সবচেয়ে বেশি অভুক্ত হয়ে পড়েছে কুকুর। অভুক্ত কুকুরগুলোর মুখে খাবার তুলে দিলো "সুন্দর সমাজ বিনির্মানে আমরা " সামাজিক সংস্হা।

গতকাল রোববার দিবাগত রাত ৯টার দিকে নগরীর ৪নং ওয়ার্ডে এই সংগঠনটি অভুক্ত কুকুরদের খাবার খাওয়ান।

জানতে চাইলে এই সংগঠনের সদস্য মাহফুজুর রহমান রিয়াদ জানান, করোনা ভাইরাসের কারণে নগরীতে মানুষের আনাগোনাও কম। ফলে চারপাশে অসংখ্য প্রাণী অভুক্ত হয়ে পড়েছে। খাবার সংকটে এরা হিংস্রও হয়ে উঠছে। আমরা নিজ অর্থয়নে রান্না করা খাবার অভুক্ত কুকুরদের খাওয়াচ্ছি।

এদিকে সংগঠনের সদস্য রিজভী আহমেদ বলেন, অবলা প্রানীদের পাশাপাশি দারিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন তারা। তাদেও মত এলাকার মানুষদেরও এই কাজে যুক্ত করার জন্য আহ্বান জানান তিনি।

 

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top