রাজশাহী বুধবার, ১৩ই আগস্ট ২০২৫, ৩০শে শ্রাবণ ১৪৩২


পুকুরে ভেসে উঠল দুই বোনের লাশ


প্রকাশিত:
১১ এপ্রিল ২০২০ ০১:২০

আপডেট:
১৩ আগস্ট ২০২৫ ২১:২৫

ছবি: সংগৃহীত

পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিয়া (৬) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে ব্রাহ্মণাবড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা ওই গ্রামের চৌধুরীপাড়া এলাকার ছাদির মিয়ার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্ত।তিনি বলেন, শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে সাদিয়া ও সামিয়া।

গোসল করে অন্য শিশুরা পুকুর থেকে উঠলেও সাদিয়া ও সামিয়া ওঠেনি। তারা দুজনই পানিতে ডুবে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বিকেল পাঁচটার দিকে পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে।

 

আরপি/এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top