রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


মোটরসাইকেল চাপায় সড়কেই ঝড়ল কিশোরের প্রাণ


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৩ ০০:২৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:০৫

ফাইল ছবি

নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল চাপায় এক সাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের সেনবাগ বাজার টু সেনবাগ রাস্তার মাথা সড়কের খালেকের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মাইনুদ্দিন নিলয় (১৩) উপজেলার পশ্চিম লালপুর গ্রামের দই বেপারী বাড়ির মৃত আলা উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: আমাদের যা সম্পদ আছে, তা নিয়েই এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাবিলপুর ইউনিয়নের সেনবাগ বাজার টু সেনবাগ রাস্তার মাথার খালেকের দোকানের সামনের সড়কে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন নিলয়। ওই সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় নিলয় সড়কে ছিটকে পড়ে যায়। তাৎক্ষণিক আরেকটি মোটরসাইকেল তার গায়ের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.রুহুল আমিন বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘাতক পিকআপ ভ্যান চালক ও মোটরসাইকেল চালক কাউকে আটক করা যায়নি। তারা ঘটনার পরপরই পালিয়ে যায়। তবে মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top