রাজশাহী বুধবার, ৮ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


ইয়াবা সেবনের দায়ে ২ তরুণের কারাদণ্ড


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৩ ০৩:২২

আপডেট:
৮ মে ২০২৪ ০৮:৫২

ছবি: গ্রেফতার আসামিরা

নোয়াখালীল সদর উপজেলায় ইয়াবা সেবনের দায়ে ২ তরুণকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও তাদেরকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।   

শনিবার (৯ সেপ্টেম্বর) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বায়োজিদ বিন আখন্দয়ের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে ঝড়ল ১০ প্রাণ, নতুন ভর্তি ২৭৪৮

দন্ডপ্রাপ্তরা হলেন- নোয়াখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের লাল মিয়া বাড়ির মো.বাবুলের ছেলে আবুল হোসেন খোকন (২০) একই ওয়ার্ডের কাঠপট্রি এলাকার মৃত আহসান উল্যার ছেলে আবদুর রহমান বাবু (২৩)। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালের দিকে নোয়াখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাঠপট্রি এলাকায় অভিযান চালায় মাদক বিরোধী টাস্কফোর্স। সেখানে ইয়াবা সেবন করার সময় দুই যুবককে আটক হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.বায়োজিদ বিন আখন্দ শুনানি শেষে ও দুই তরুণকে  ৫০০ টাকা জরিমানা ও ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

 

 


আরপি/এসআর-১৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top