রাজশাহী বুধবার, ১লা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


বিরোধের জেরে ধারাল অস্ত্রে প্রাণ গেল যুবলীগ কর্মীর


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৩ ০৪:৫৮

আপডেট:
১ মে ২০২৪ ০৪:১২

প্রতীকী ছবি

রংপুর সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লাহড়ির হাট এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

আরও পড়ুন: সম্পর্ক এগিয়ে নিতে একমত হাসিনা-মোদি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাহড়িরহাট এলাকার হানিফ মিয়ার পুত্র রেজাউল ইসলাম রাজুর (৩৮) সাথে তার চাচাত ভাইদের জমিজমা নিয়ে বিরোধ ছিল। বিরোধের এক পর্যায়ে শুক্রবার দুইপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে রাজুকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন। তাকে রমেক হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি সুশান্ত কুমার সরকার নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্ততি চলছে।

জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শাহিন বলেন, নিহত রাজু যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।

 

 

আরপি/এসআর-২১


বিষয়: নিহত


আপনার মূল্যবান মতামত দিন:

Top