রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


খাদ্য বান্ধব কর্মসূচির ৩৬০ কেজি চাল জব্দ, ৯ হাজার টাকা জরিমানা


প্রকাশিত:
২৮ আগস্ট ২০২৩ ০৫:০৯

আপডেট:
২ মে ২০২৪ ০৮:৪৬

ছবি: সংগৃহীত

 

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণের সময় ডিলারের গুদামে হিসাব বর্হিভূত ৩৬০ কেজি (১২ বস্তা ৩০ কেজি করে) চাল পাওয়ায় জব্দ করা হয়েছে। একই সঙ্গে ওজনে কম দেওয়ায় দুই ডিলারকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহা. নাহিদুল করিম এ অভিযান চালান।

আরও পড়ুন: অবৈধ গ্যাস সংযোগ, উপজেলা চেয়ারম্যানের সিএনজি স্টেশন বন্ধ

অভিযানকালে আছিম বাজারের ডিলারের সহযোগী জাহাঙ্গীর আলম চাল বিতরণকালে ওজনে কম দেওয়ায় ৫ হাজার টাকা ও কৈয়ারচালা নছের দোকানের ডিলার জালাল উদ্দিনের গুদামে হিসাব বর্হিভূত ৩৬০ কেজি (১২ বস্তা প্রতি বস্তা ৩০ কেজি) চাল পাওয়ায় জব্দ করেন। সেইসঙ্গে ওজনের কম দেওয়া ও রেজিষ্ট্রার খাতাতে হিসাব ঠিক না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে মোহা. নাহিদুল করিম জানান, আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

 

আরপি/এসআর-১৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top