রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


ভূমি অফিসের পুকুরে ভাসছিল যুবকের লাশ


প্রকাশিত:
১৫ আগস্ট ২০২৩ ০০:৩৩

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:৩৪

প্রতীকী ছবি

নোয়াখালীর সেনবাগে পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভূমি অফিসের পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত আজগর ইকবাল (৩৩) উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ বোরকাটা গ্রামের জিতু মিয়ার বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বিকেল পৌনে ৫টার দিকে উপজেলা ভূমি অফিসের পুকুরে রিয়াদ নামে এক যুবক মাছের খাবার দিতে যায়। একপর্যায়ে সে পুকুরে এক ভাসমান এক যুবকের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের পরিচয় নিশ্চিত করে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো.রুহুল আমি বলেন, অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে লাশের পরিচয় উদ্‌ঘাটন করে পুলিশ। সে মানসিক ভাবে অসুস্থ ছিলে বলে জানা যায়। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top